Wp Rocket ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন এর জন্য খুবই জনপ্রিয় একটি প্লাগিন। পেইড প্লাগিনের মধ্যে এটিকেই সবচেয়ে জনপ্রিয় বলে ধরে নেয়া যায়। ভিডিওতে এই প্লাগিনটির কিছু সেটিং দেখানো হয়েছে।

এই প্লাগিনটির অরিজিনাল লাইসেন্স কিনে নিতে পারেন ডেভেলপার কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

কোন একটি webp প্লাগিনের সাপোর্টে এটি ওয়েবসাইটের সবগুলো ছবিকে webp  মোডে সার্ভ করতে পারে। যা কি না স্পিড, বেটার ইউজার এক্সপেরিয়েন্স এবং রেংকিং এর জন্য অনেক ভালো ভূমিকা রাখে। এছাড়াও লেজিলোড ফিচারের মাধ্যমে সাইটের লোডিং অনেক স্মুথ হয় এবং কমিউলেটিভ লেআউট শিফটিং ও কম হয়।

এর অনেকগুলো প্রাইসিং প্যাকেজ রয়েছে। আপনার সুবিধামত প্যাকেজ কিনে নিয়ে ফুল এক্সেস পেয়ে যেতে পারেন।

এটি আপনার ওয়েবসাইটের HTML, CSS এবং JS ফাইলগুলোকে মিনিফাই করে অনেক অনেক ফাস্ট সার্ভ করতে পারে। যেটি গুগলের পেজ স্পিড স্কোর বৃদ্ধি করে এবং ইউজারের কাছে আপনার ওয়েবসাইটকে সুপার ফাস্ট লোড করতে পারে।

অরিজিনাল প্লাগিনটি এখনি কিনে নিন 

প্লাগিন সংক্রান্ত যে কোন সমস্যা যোগাযোগ করুন পেন্টানিক আইটিতে

WP Rocket - WordPress Caching Plugin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে