WoodMart ওয়ার্ডপ্রেস রেস্পন্সিভ থিম রিভিউটিতে এই থিমের বিস্তারিত দেয়া হয়েছে

এটি একটি ইকমার্স থিম, যেটি উকমার্স দিয়ে তৈরি করা। এটি প্রায়ই উইকলি বেস্ট সেলার হিসেবে থাকে। এবং এই পোস্টটি পাবলিশের দিন এটির ২০ হাজার+ কপি সেল হয়েছে এবং তার প্রায় সবই ৫ স্টার রিভিউ। এই থিমটি Porto এবং Flatsome থিমের সাথে তুলনা করা যায়।

প্রথমেই আমরা দেখে নিই, এই থিমটির সাথে কি কি প্লাগইন দেয়া রয়েছে।

এখানে Elementor এবং WPBakery দুইটি পেজ বিল্ডারই দেয়া আছে। অর্থাৎ থিমটি দুই পেজ বিল্ডারের সাথেই কমফোর্টেবল।

এই থিমটি সম্পূর্ণ ডেমো ডাটা দিয়ে থাকে, তাই এর অনেক ফিচার চাইলে রেডিমেড টেমপ্লেট থেকেই ব্যাবহার করা যায়, নতুন করে তৈরি করার ঝামেলা ছাড়াই।

ডেমো ডাটার বাইরেও চাইলে নির্দিষ্ট কোন পেজকে আলাদাভাবে ইমপোর্ট করা যায়।

এই থিমে রয়েছে Header Builder যেখান থেকে থিমের বিল্ট ইন হেডারকে নিজের পছন্দমত করে কাস্টমাইজ করা যায়। তা ও সম্পূর্ণ পেজ বিল্ডারের কলাম রো সিস্টেম সাপোর্ট করে,

এছাড়াও থিম অপশরে রয়েছে অনেক অনেক কাস্টমাইজ ফিচার। যেগুলো আপনাকে পরিপূর্ণ প্রিমিয়াম টেস্ট এনে দেবে মুহূর্তেই

এমন কোন প্রোডাক্ট যদি সাইটে থাকে যেগুলো শুধুমাত্র ১৮+ বয়সীদের জন্য প্রযোজ্য সে ক্ষেত্রে সাইটে প্রবেশের সাথে সাথেই ১৮+ ওয়ার্নিং দেখানোর সুযোগ রয়েছে,

এছাড়াও এই থিমটিতে পপ আপ দেখানোর সুযোগ আছে,

অনেক মজার মজার কাস্টমাইজেশন রয়েছে। যেমন ভিজিটর শুধুমাত্র প্রথমবার ঢুকলে পপ আপ পাবে, পরে আর পাবে না। তাহলে ভিজিটর বিরক্ত হওয়ার চান্স কম। এমনও করা যায় যে, ভিজিটর ঢুকলে পপ আপ দেখাবে না, স্ক্রোল করে কিছুটা নিচে নামলে তারপর দেখাবে। অথবা ভিজিটর নির্দিষ্ট কিছু সংখ্যক পেজ ভিজিট করার পর তাকে পপ আপ দেখাবে।

এরকম অনেক অনেক ফিচার সম্পন্ন থিমটি কিনে নিতে পারেন এখনই।

থিমফরেস্ট থেকে অরিজিনাল লাইসেন্স সহ,

থিমটি কিনতে ক্লিক করুন

থিম পারচেজ করতে যে কোন সমস্যা হলে যোগাযোগ করুন আমাদের ফেসবুজ পেজে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে